ক্রীড়া প্রতিবেদক : মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সোমবার কলেজের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে বুড়িগঙ্গা হাউস চ্যাম্পিয়ন এবং বংশী হাউস রানার্সআপ হয়েছে। বালক বিভাগে সেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছে তুরাগ হাউসের শাহরিয়ার এবং বালিকা গ্রুপে যৌথভাবে সেরা হয়েছে শীতলক্ষ্যা হাউসের জারিন এবং বংশী হাউসের আদৃতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম। বিশেষ অতিথি ছিলেন তার সহধর্মিণী সালমা বিনতে করিম। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ একে সাব্বির আহমেদ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
