Friday , 9 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ৯ম মহিলা দাবায় শারমীন সুলতানা শিরিন চ্যাম্পিয়ন
৯ম মহিলা দাবায় শারমীন সুলতানা শিরিন চ্যাম্পিয়ন

৯ম মহিলা দাবায় শারমীন সুলতানা শিরিন চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : বেগম লায়লা আলম ৯ম মহিলা দাবায় জাতীয় চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। শিরিন ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
অগ্রনী ব্যাংকের মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে রানার-আপ হন। পাঁচ পয়েন্ট করে নিয়ে টাই-ব্রেকিংয়ে তিতাস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা চতুর্থ হন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে পঞ্চম- এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির নোশিন আঞ্জুম, ষষ্ঠ- দেবনএয়ার চেস ক্লাবের কাজী জারিন তাসনিম, সপ্তম- মহিলা দাবা সমিতির জান্নাতুল ফেরদৌস ও অষ্টম-মহিলা দাবা সমিতির ঠাকুর জানিয়া হক। ৪ পয়েন্ট নিয়ে মহিলা দাবা সমিতির সাবিকুন নাহার তনিমা নবম হন। অনুর্ধ্ব-১৬ পুরস্কার পান সাদিয়া আফরীন সামিয়া এবং অনুর্ধ্ব-১০ পুরস্কার পান ওয়াদিফা আহমেদ।
বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কক্ষে সপ্তম ও শেষ রাউন্ডের খেলায় শিরিন, রানী হামিদের সাথে; নোশিন, জান্নাতের সাথে ও জানিয়া, ওয়ালিজা আহমেদের সাথে ড্র করেন। জাকিয়া, নুশরাত জাহান আলোকে, নাজরানা, তনিমাকে ও জারিন, নুশরাত জাহান মনিকে পরাজিত করেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। এ সময় বেগম লায়লা আলমের পুত্র ওয়াজির আলম উপস্থিত ছিলেন।
৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ৩২ জন খেলায়াড় অংশ নেন। বিজয়ীদের নগদ পঁয়ষট্টি হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*