Sunday , 2 April 2023
আপডেট
Home » বিনোদন » এবার এক ছবিতে জয়া-পাওলি
এবার এক ছবিতে জয়া-পাওলি

এবার এক ছবিতে জয়া-পাওলি

বিনোদন ডেস্ক: জয়া আহসান ও পাওলি দাম। দুই বাংলার নন্দিত দুই অভিনেত্রী। দুজনই কাজ করেছেন একে অপরের ইন্ডাস্ট্রির ছবিতে। তবে এখনো একসঙ্গে কাজের সুযোগ হয়নি। তবে সেই আক্ষেপটা শেষ হতে চললো এই দুই তারকার ভক্তদের।
জানা গেছে, জয়ার সঙ্গে একই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। টালিগঞ্জের জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নির্মাণ করবেন এ ছবিটি। নাম ‘কণ্ঠ’।
পাশাপাশি জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গেও প্রথমবার কাজ করতে যাচ্ছেন জয়া। এখানে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে জয়াকে। যিনি একজন ক্যানসার আক্রান্ত রোগী শিবপ্রসাদের থেরাপিস্টের ভূমিকায় অভিনয় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*