Friday , 9 June 2023
আপডেট
Home » জাতীয় » কাউকে বাইরে রেখে নির্বাচন করব না: নাসিম
কাউকে বাইরে রেখে নির্বাচন করব না: নাসিম

কাউকে বাইরে রেখে নির্বাচন করব না: নাসিম

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কাউকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা হবে না।
শনিবার জাতীয় প্রেসক্লাবে রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সভায় মন্ত্রী বলেন, রায় নিয়ে অযথা উত্তেজনা সৃষ্টি না করে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কারাবরণ রাজনীতিবিদের জীবনে অলঙ্কার স্বরূপ। আমরা নিজেরা অনেকবার কারাবরণ করেছি এবং এটা ছাড়া কোনো রাজনীতিবিদ পরিপূর্ণ রাজনীতিবিদ হতে পারে না। প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হয় আমাদেরকে। আপনারা যখন ক্ষমতায় ছিলেন আইনের ধারেকাছে যাননি। সামান্যতম মমত্ববোধ দেখাননি, সামান্যতম সহানুভূতি দেখাননি। বরং খুনিকে আশ্রয় প্রশয় দিয়েছেন।
নাসিম আরও বলেন, তাই বলতে চাই, উত্তেজনা সৃষ্টি করে লাভ হবে না। নির্বাচনে আসতে হবে সবাইকে। সবাই নির্বাচনে আসবে। কাউকে নির্বাচনের বাইরে রেখে আমরা নির্বাচন করব না, করতে চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*