Saturday , 10 June 2023
আপডেট
Home » আপডেট নিউজ » প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২২ ফেব্রুয়ারি
প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২২ ফেব্রুয়ারি

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২২ ফেব্রুয়ারি

নিজস্ব সংবাদদাতা: দেশব্যাপী বিভাগীয় সফরের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহী যাচ্ছেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ও জনসভায় বক্তব্য রাখবেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট বিভাগ দিয়ে জনসভার যাত্রা শুরু করেন। ৮ মার্চ প্রধানমন্ত্রী বরিশাল সফর করেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার সফর উপলক্ষে আগামীকাল ১১ ফেব্রয়ারি বেলা ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও নুরুল ইসলাম ঠান্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*