আজকের প্রভাত প্রতিবেদক : সাধ্যর মধ্যে সাশ্রয়ী মোবাইল’শ্লোগান দিয়ে বাজারে আসা দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড (ডিসিএল) এবার দেশের বাজারে বেশ কিছু ফিচার ফোন নিয়ে আসছে। তারমধ্যে ডিসিএল ডি ১০ ইতিমধ্যে বাজারে এসেছে। ফোনটিতে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসহ ভিজিএ ক্যামেরাও রয়েছে। আছে টর্চলাইট।
ডুয়েল সিম সাপোর্টেড ফোনটি ঢাকাসহ বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে। ফোনটিতে আছে অটো কল রেকর্ডের সুবিধা। এমপি থ্রি, এমমি ফোরসহ ৩২ জিবি মেমোরি সাপোর্টের সুবিধা। যা দিয়ে অনায়াসে অনেক গান ও ছবি রাখা যাবে ফোনটিতে। দেখতেও বেশ স্লিম ফোনটিতে রয়েছে গেমস খেলা সহ বেশকিছু প্রযোজনীয় টুলস। ফোনটি কালো, লাল, কমলা, সবুজ রঙে পাওয়া যাচ্ছে।
