ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। রোববার শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল মাঠ প্রাঙ্গনে সদর উপজেলার ২১টি ইউনিয়ন এবং পৌরসভা এলাকায় বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ২৬টি ইভেন্টে আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন ও ফোরাতুন নাহার প্যারিস । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার লিয়াকত আলী সরকার, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কমল কুমার রায় এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাবৃন্দ।
সোমবার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। ২৪ টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেবেন। ১৪ ফেব্রæযারী জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। জেলার ৫ উপজেলার বিজয়ী শিক্ষার্থীরা অংশ নেবেন।
