Thursday , 23 March 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » বাজারে নিয়ে এলো গোল্ডেন ফিল্ড এর নতুন গেমিং কেসিং
বাজারে নিয়ে এলো গোল্ডেন ফিল্ড এর নতুন গেমিং কেসিং

বাজারে নিয়ে এলো গোল্ডেন ফিল্ড এর নতুন গেমিং কেসিং

আজকের প্রভাত প্রতিবেদক : প্রযুক্তি পণ্য প্রেমিদের জন্যে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো নতুন চমক। গেমিং এক্সেসরিস এর বাজারে নতুন মাত্রা যোগ করতে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এবার নিয়ে এলো গোল্ডেন ফিল্ড এর নতুন এলুমিনিয়াম গেমিং কেসিং।
৫৩০০ মডেলের এলুমিনিয়াম গেমিং কেসটি ১৪০ এমএম/৩৬০ এমএম ওয়াটার কুলিং সিস্টেম সাপোর্টেড। এতে রয়েছে ১* ইউএসবি ৩.০ এবং ২* ইউএসবি ২.০, ৪ এমএম ডাবল সাইড উইন্ডোস টেমর্পাড গ্লাস ও ২ এমএম এরোমেটাল প্যানেল।
আরও রয়েছে ফুল টাওয়ার সাপোর্টেড এটিএক্স এম-এটিএক্স আইটিএক্স মাদারবোর্ড, সর্ব উচ্চ ৩৬০ এমএম গ্রাফিক্স কার্ড, ১৮০এমএম হাই সাপোর্ট সিপিইউ কুলার, ২*৩.৫ এইচডিডি ও ২* ২.৫ এসএসডি সাপোর্ট এবং এইচ ৫৫৮* ডি২৬১* ডাব্লিউ৫৩১ এমএম ডাইমেনশন। এছাড়াও ওয়াটার কুলার ছাড়া এই কেসিংটিতে ৪০০ এমএম পর্যন্ত গ্রাফিক্স কার্ড সাপোর্ট করবে। সুদৃশ্য, আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং স্টাইলিস এই কেসিংটির মূল্য মাত্র ১৮,০০০ টাকা। পণ্যটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যেকোন শাখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*