Friday , 9 June 2023
আপডেট
Home » জাতীয় » জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়: কাদের
জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়: কাদের

জেলখানা আর গুলশানের বাসভবন এক নয়: কাদের

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনে বাংলাদেশ দূতাবাস ভবনে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার ঘটনায় তারেক রহমান জড়িত।
সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়ককে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়কে নামকরণ ও গেইট উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান লন্ডনে অবস্থান করে নানাভাবে এঘটনা সংঘঠিত করেছে। বিষয়টি ইন্টারপোল সদর দপ্তরে জানানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে এবং দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে।
ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপিকে ভাঙার জন্য বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট।
সেতুমন্ত্রী বলেন, জেলখানাকে খালেদা জিয়া গুলশানের বাসভবন মনে করলে ভুল করবেন। মন্ত্রীর সাথে ছিলেন সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিকসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*