Sunday , 2 April 2023
আপডেট
Home » গ্রাম-বাংলার খবর » ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিএনপির মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদন্ডের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির আয়োজনে মানববন্ধন পালিত হয়। সোমবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ চৌধুরী আবু নুর প্রমুখ।
বক্তারা খালেদা জিয়ার বিরুদ্ধে দেয়া রায় প্রত্যাখ্যান করে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানববন্ধনকে ঘিরে বিএনপির কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা গেছে। মানববন্ধন চলাকালে সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা ব্যানার নিয়ে চলে যান। মঙ্গলবার ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*