Saturday , 10 June 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » লাভারদের জন্য সুখবর দাম কমলো সুজুকি জিক্সার
লাভারদের জন্য সুখবর দাম কমলো সুজুকি জিক্সার

লাভারদের জন্য সুখবর দাম কমলো সুজুকি জিক্সার

আজকের প্রভাত প্রতিবেদক : দেশের সুজুকি জিক্সার লাভারদের জন্য সুখবর নিয়ে এসেছে সুজুকি বাংলাদেশ। তাঁরা জিক্সার মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে। দুটি মডেলের ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন মূল্য সুজুকি জিক্সার ডুয়েল টোন ডাবল ডিস্ক পাওয়া যাবে ২ লাখ ২৯ হাজার ৯৫০ টাকায়। বাইকটির আগের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে জিক্সারের ডুয়েল টোন সিঙ্গেল সিক্স এখন বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৯৫০ টাকায়। এটি আগে বিক্রি হতো ২ লাখ ২৯ হাজার ৯৫০ টাকায়।
তরুণদের কাছে ভীষণ জনপ্রিয় সুজুকি জিক্সার। স্পোর্টস ঘরানার এই বাইকটি দেখতে বেশ আকর্ষণীয়। এর কন্ট্রোলিংও অসাধারণ।
সুজুকি জিক্সার এর প্রত্যেকটি মডেল বর্তমান তরুণ প্রজন্মের জন্যই তৈরি করা হয়েছে। যারা ১৫০ সিসি সেগমেন্টের মাঝে খুঁজে থাকেন আকর্ষণীয় স্পোর্টি লুক এবং পারফর্মেন্স এর একটি অসাধারণ মোটরসাইকেল তাদের জন্য এটি সত্যি মানানসই।
এটি একটি সম্পুর্ন ১৫০ সিসি সেগমেন্টের ফুল ফেয়ার্ড মোটরসাইকেল।
মোটরসাইকেল এর ডিজাইন এর পাশাপাশি এর পারফর্মেন্স ও একটি অতি প্রয়োজনীয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় । সুজুকি জিক্সার এর মাঝে রয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল্ড ইঞ্জিন । এর মাঝে রয়েছে সিক্স সেন্সর মেজার ফ্যাক্টর যার ফলে এটি অনেক বেশি ফুয়েল ইফিসিয়েন্ট ।
এর ইঞ্জিন ৮০০০ আরপিএম এর মাঝে ১৪.৮ পিএস শক্তি উৎপন্ন করতে সক্ষম । এর টর্ক ৬০০০ আরপিএম এর মাঝে ১৪ এনএম ক্ষমতা সম্পন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*