Saturday , 10 June 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » আসুস ল্যাপটপ কিনে জিতে নিলেন ফ্রিজ
আসুস ল্যাপটপ কিনে জিতে নিলেন ফ্রিজ

আসুস ল্যাপটপ কিনে জিতে নিলেন ফ্রিজ

আজকের প্রভাত প্রতিবেদক : ডিজিটাল আইসিটি ফেয়ার উপলক্ষে ‘আসুস মেগা ডিল অফার’ ল্যাপটপ কিনে স্ক্র্যাচ কার্ডে জিতে নিলেন ফ্রিজ।
দেশের অন্যতম বৃহত্তম কম্পিউটার মার্কেট রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্ল্যান) এ ডিজিটাল আইসিটি মেলার কম্পিউটার আর্কাইভ থেকে আসুস ল্যাপটপ কিনে প্রথম পুরস্কার হিসেবে একটি আকর্ষণীয় ফ্রিজ জিতে নিলেন এমডি সাজ্জাত হোসেন।
মেলা শেষে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন কম্পিউটার সিটি সেন্টার এর সভাপতি তৌফিক এহসান, সাধারণ সম্পাদক সুব্রত সরকার, আসুসের চ্যানেল ম্যানেজার আসাদ উল্লাহ , গ্লোবাল ব্র্যান্ড’র জিএম সমীর কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*