Thursday , 8 June 2023
আপডেট
Home » গরম খবর » আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: ইতালি এবং ভ্যাটিকান সিটিতে চারদিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোম থেকে তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইট বৃহস্পতিবার সকালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
এর আগে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বুধবার রাতে রোমের ফিউমিসিনো বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ইতালিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হুয়াংবোর আমন্ত্রণে ইফাদের ৪১তম পরিচালনা পর্ষদের বার্ষিক অধিবেশনে যোগ দেন।
পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভ্যাটিকান সিটিতেও তিনি সফর করেন এবং পোপ ও সেক্রেটারি স্টেট অব ভ্যাটিকান সিটি কার্ডিনাল পেইত্রো পারোলাইনের সঙ্গে বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*