ক্রীড়া প্রতিবেদক : ৩৮তম এশিয়ান ট্রাক চ্যাম্পিয়নশিপ,২৫তম এশিয়ান জুনিয়র ট্রাক চ্যাম্পিয়নশিপ ও ৭ম প্যারা এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া গেলো বাংলাদেশ সাইক্লিং দল। বুধবার রাতে সাত সদস্যের সাইক্লিং দলটি বিমান যোগে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগিতা শুরু হবে। খেলা শেষে আর আগামী ২১ ফেব্রুয়ারি দলটি দেশে ফিরবে বলে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মানু জানালেন। সাইক্লিং প্রতিযোগিতায় অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইক্লিং ফেডারেশনে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পারভেজ হাসান, ট্রেজারার শেখ সাজেদ উল্লাহ সাজু, প্রশিক্ষক আবদুল কুদ্দুস ও সাহিদুর রহমানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। টুর্নামেন্টের চারটি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশের সাইক্লিষ্টরা। যার মধ্যে দু’জন সিনিয়র ও দু’জন জুনিয়র সাইক্লিস্ট। সাইক্লিষ্টরা হলেন- সিনিয়র মহিলা বিভাগে শিল্পী খাতুন ও সমাপ্তি বিশ্বাস এবং জুনিয়র বিভাগে নিশি খাতুন ও সামান্তা। দলের সঙ্গে ম্যানেজার হিসেবে সাধারণ সম্পাদক পারভেজ হাসান, প্রশিক্ষক হিসেবে আবদুল কুদ্দুস এবং মেকানিক হিসেবে যাচ্ছেন ফারহানা সুলতানা শিলা। ইভেন্টগুলো হলো- ৫০০ মিটার টাইম ট্রায়াল, ইন্ডিভিজ্যুয়াল পারস্যুট, স্প্রিন্ট এবং টিম (অলিম্পিক) স্প্রিন্ট।
