Thursday , 23 March 2023
আপডেট
Home » লাইফ স্টাইল » গোপনে হিংসা করেন যারা
গোপনে হিংসা করেন যারা

গোপনে হিংসা করেন যারা

লাইফস্টাইল ডেস্ক: সফলদের দেখলে সবারই হিংসা হয়। অনেকেই হিংসা থেকেও প্রেরণা পান। সফলদের অনুসরণ করেন অনেকেই। তবে কেউ কেউ হিংসা করেন অতিমাত্রায়। এমনকি তা করে থাকেন গোপনে। ফলে সে হিংসা সফলদের ব্যক্তিচরিত্রেও আঘাত হানে। তাহলে আসুন জেনে নেই গোপনে হিংসা করে কারা?
‘দ্য মাইন্ডস জার্নাল’র মতে, দেখে নিন লক্ষণগুলো-
১. আপনাকে কেউ অনুকরণ করছে কিনা। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।
২. অযথা কেউ আপনার প্রশংসা করছে কি? বেশি তোষামোদে মানুষের মনে গোপন হিংসা কাজ করে।
৩. আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখলে ভাববেন তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।
৪. সবসময় আপনার ভুল ধরলে জানবেন তারা আপনার প্রতি গোপনে হিংসা করছেন।
৫. আপনার বিরুদ্ধে গুজব ছড়ালে তাকে খুঁজে বের করুন। তিনি গোপন হিংসা থেকেই এটি করেছেন।
৬. আপনাকে কেউ অযাচিত উপদেশ দিলে সেটি গোপন হিংসা হওয়াই স্বাভাবিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*