Saturday , 1 April 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত স্মার্টফোন দেশের বাজারে আনছে ডিসিএল
মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত স্মার্টফোন দেশের বাজারে আনছে ডিসিএল

মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত স্মার্টফোন দেশের বাজারে আনছে ডিসিএল

আজকের প্রভাত প্রতিবেদক : এবার দেশেই তৈরি হবে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল) এর স্মার্টফোন। অচিরেই ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোন দেশের বাজারে পাওয়া যাবে। চলছে কারখানার স্থাপনের কাজ।
বৃহস্পতিবার ডিসিএল কার্যালয়ে মোবাইল এসেম্বলিং কারখানা স্থাপনের অগ্রগতির প্রতিবেদন সভায় এসব তথ্য জানায় ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের বিজনেজ প্রধান মুহাম্মদ তৌফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান। ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের জেনারেল সেক্রেটারি মনিরুজ্জামান, ডিসিএল এর ডিজিএম (অপারেশন) আব্দুর রব, ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মহাব্যবস্থাপক ম্যানেজার জাফর আহমেদ পাটওয়ারী, ডিসিএল এর ডিজিএম (ফাইনান্স) জহির উদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তবৃন্দ।
সভায় তৌফিকুল ইসলাম বলেন, সাভার আশুলিয়ার বিরুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের নিকটে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড ডিসিএল এর কারখানাটি স্থাপন করা হচ্ছে। যেটি তিন বিঘা জমির উপর নির্মিত হচ্ছে। আশা রাখি চলতি বছরের জুন মাসের মধ্যেই মেইড ইন বাংলাদেশ’ট্যাগযুক্ত স্মার্টফোন বাজারে আসবে। দেশীয় লোকদের কর্মসংস্থানের অনেক সুযোগ হবে জানিয়ে তিনি বলেন, নতুন এই কারখানায় প্রথম অবস্থায় আপাতত ১৫০ লোকের কর্মসংস্থান হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে। এছাড়াও ড্যাফোডিল-এর ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীরা নতুন নতুন ইনোভেশনকৃত আইডিয়া বাস্তবায়নের করার সুযোগ পাবে। এছাড়াও বিবিএ ও এন্টারপ্রেনারশিপ বিভাগের ছাত্র-ছাত্রীরা ডিজিটাল মার্কেটিং ও নতুন বিজনেস আইডিয়া নিয়ে কাজ করার সুযাগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*