ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নবনির্মিত শহীদ মিনারের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহ: সাদেক কুরাইশী। মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সোহগের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকসহ ইউপি সদস্যরা।
উল্লেখ্য যে, জেলা পরিষদের অর্থায়নে ১৬-১৭ অর্থ বছরে শহীদ মিনারের কাজের প্রাক্কলিত ব্যয় ছিল ২ লাখ টাকা। বাস্তবায়ন করে জেলা পরিষদ ঠাকুরগাঁও।
