আজকের প্রভাত প্রতিবেদক : গ্রামীণফোন আজ সেরা সেবার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা শহরের কিছু এলাকায় ফোরজি সেবা চালু করেছে।
গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এই উপলক্ষে আয়োজিত র্যালীতে আনুষ্ঠানিকভাবে ফোরজি চালু করার ঘোষণা দেন। গ্রামীণফোনের হেড অফ ডিজিটাল সোলায়মান আলম, চট্টগ্রাম বিজনেস সার্কেল প্রধান শাওন আজাদ এবং কুমিল্লা মেট্রো এলাকা প্রধান হারুন মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন। র্যালীটি শহরের লাকসাম রোড থেকে শুরু হয়ে কান্দিরপাড় ও রাজগঞ্জ হয়ে মোগলটুলিতে শেষ হয়।
বর্তমানে কুম্ল্লিার এলাকায় ফোরজি সেবা চালু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে কুমিল্লার আরো এলাকা ফোরজি
কাভারেজের আওতায় আসবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকাতেও ফোরজি চালু আছে। বেশিরভাগ বিভাগীয় শহরে অচিরেই ফোরজি চালু হবে। প্রতিষ্ঠানটি ৩জির ক্ষেত্রে যেমন করেছিল এবারো একই রকম দ্রুতগতিতে ফোরজি বিস্তার করা হবে। আগামী ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে ফোরজি পৌছে যাবে।
ফোরজি সেবা চালু করার সময় মাহমুদ হোসেন বলেন, গ্রামীণফোন কুমিল্লার গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফোরজির ক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম হবে না। দেশের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে কুমিল্লা আমাদের ৪জি বিস্তার পরিকল্পনায় যথাযথ স্থান পাবে। এর আগে গ্রামীণফোনকে ৪জি পরিচালনার লাইসেন্স দেয়া হয়্ । সম্প্রতি প্রতিষ্ঠানটি ১৮০০ ব্যান্ড ৫ মেগাহার্জ বেতার তরঙ্গ কেনার ফলে ৪জি/এলটিই বিস্তারের জন্য সবচেয়ে কাংক্ষিত ব্যান্ডে সর্বাধিক স্পেকট্রাম হাতে পেয়েছে । এই নতুন স্পেকট্রাম এবং বিদ্যমান স্পেকট্রামে প্রযুক্তি নিরপেক্ষতা গ্রামীণফোনকে সেরা ফোরজি সেবা দেয়ার ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে পৌছে দিয়েছে। প্রযুক্তি নিরপেক্ষতার ফলে গ্রামীণফোন তার ৯০০, ১৮০০ এবং ২১০০ মেগাহার্জ ব্যান্ডের স্পেকট্রামে আরো দক্ষতার সাথে ভয়েস ও ডাটা সেবা দিতে পারবে।
মাহমুদ হোসেন আরো বলেন, ফোরজি কুমিল্লার ডিজিটালাইজেশনকে আরো এগিয়ে দেবে এবং কুম্ল্লিার মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো এই সুযোগের ব্যবহার করে আরো এগিয়ে যাবে।
ফোরজি বিস্তারের সাথে সাথে নেটওয়ার্কের আধুনিকায়নের ফলে গ্রাহকরা এইচডি ভিডিও, লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডও কল আর দ্রুতগতির ডাউনলোড উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন যে তাদের সিম ফোরজি উপযোগী কি না। যদি না হয় তাহলে নিকটস্থ সিম পরিবর্তন কেন্দ্র বা গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম পরিবর্তন করতে অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও তাদের একটি ফোরজি উপযোগী হ্যান্ডসেটও প্রয়োজন হবে।
