Saturday , 10 June 2023
আপডেট
Home » জাতীয় » সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি
সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর গেছেন। রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিকেলে এতথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট এসকিউ৪৪৭ স্থানীয় সময় সকাল ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেছে।
সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মুস্তাফিজুর রহমান রাষ্ট্রপতিকে বিমান বন্দরে অভ্যর্থনা জানান। এর আগে, রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রাশিদা খানম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা গত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
ছয়দিনের সফরকালে মাউন্ট এলিজাবেথ হসপিটাল এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই হসপিটালে তার মেডিকেল চেকআপ করা হবে। আশা করা হচ্ছে- রাষ্ট্রপতি ২৭ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*