Wednesday , 22 March 2023
আপডেট
Home » গরম খবর » নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি
নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

নাতি-নাতনির সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি

ডেস্ক রিপোর্ট: কখনও এ পা পড়ে রান্না ঘরে, কখনও খালি পায়ে সমুদ্র তীরে। তিনি আনন্দময়ী, তিনি আনন্দপ্রেমী। বহু রূপে রূপায়িত তিনি। শুধু একজন শাসক, প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভাপতিই নন। তিনি কখনও মা, কখনও দাদী আবার কখনও নানী। সফলভাবে দেশ পরিচালনার পাশাপাশি একটু সময় পেলেই চলে যান অন্য ভুবনে। কখনও খেলায় মেতে ওঠেন নাতি-নাতনিদের নিয়ে।
শুক্রবার বিকেলে গণভবনে নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন।

একটি ছবিতে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান লীলা ও কাইয়ূসের সঙ্গে খুনসুটি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরেকটি ছবিতে নাতনির চুলের বেণী করে দিতে দেখা যায় তাকে।
ফেসবুকে ওই ছবির নিচে মামুন রনবির নামে এক ব্যক্তি লিখেছেন- গ্রেট, ভেবে ভালো লাগে আমাদের একজন অসাধারণ প্রাইম মিনিস্টার আছেন…।
ফারহানা আফরুজা নামে এক নারী লিখেছেন, বড্ড মায়াবী এক ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*