Friday , 9 June 2023
আপডেট
Home » খেলাধুলা » এশিয়ান গেমস হকির বাছাই পর্বের চূড়ান্ত দল ঘোষণা
এশিয়ান গেমস হকির বাছাই পর্বের চূড়ান্ত দল ঘোষণা

এশিয়ান গেমস হকির বাছাই পর্বের চূড়ান্ত দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক : এশিয়ান গেমস হকির বাছাই পর্বের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ মাহবুব হারুন। দল থেকে বাদ পড়েছেন তিন সিনিয়র খেলোয়াড়। তারা হলেন পুস্কর খিসা মিমো, ইমরান হাসান পিন্টু এবং কামরুজ্জামান রানা। দলে জায়গা পেয়েছেন দ্বীন ইসলাম ইমন, ফজলে হোসেন রাব্বী এবং সোহানুর রহমান সবুজ।
প্রধান কোচ মাহবুব হারুন জানিয়েছেন, রক্ষণভাগ, মাঝমাঠ এবং আক্রমণভাগে তিন পরিবর্তন আনা হয়েছে। বাদ দেয়াদের রিপ্লেসমেন্ট হবেন নতুন তিন জন।
বাদপড়া তিনজন জাতীয় দলের প্রতিষ্ঠিত খেলোয়াড়। তারা ঢাকায় অনুষ্ঠিত গত এশিয়া কাপ হকিতে খেলেছেন। নির্বাচক কমিটির চেয়ারম্যান সাজেদ এ এ আদেল বলেছেন, ওরা যদি লিগে ভালো করতে পারে তাহলে দলে আসবে। কোচ মাহবুব হারুন বলেছেন, মিমো, পিন্টু, রানাকে বাদ দেয়ার কারণ তাদের কিছুটা ফিটনেস লেভেলে ঘাটতি ছিল।
এশিয়ান গেমস হকির বাছাই পর্ব শুরু হবে ওমানে ৯ মার্চ। ৯ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। ইন্দোনেশিয়া সহ ৬টি দেশ এশিয়ান গেমস হকির চুড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান, থাইল্যান্ড, হংকং, ইন্দোনেশিয়া।
চূড়ান্ত দল :
অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, আশরাফুল ইসলাম, রেজাউল করিম বাবু, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), ফরহাদ আহমেদ সিতুল (সহ অধিনায়ক), খোরশেদুর রহমান, সোহানুর রহমান সবুজ, মামুনুর রহমান চয়ন, সারোয়ার হোসেন, রুম্মান সরকার, হাসান জুবায়ায়ের নিলয়, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বী, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, দ্বীন ইসলাম ইমন।
ষ্ট্যান্ডবাই :
বিপ্লব খুজুর, মনোজ বাবু, মাহবুব হোসেন, মহসিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*