ডেস্ক রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এমনকি তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বুধবার রাজধানীর বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। জিডি নম্বর ৩০৬। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া।
জিডি উল্লেখ করা হয়েছে, কয়েকদিন ধরে রাশিদা সুলতানাকে ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও আজ নিজের চলন্ত প্রাইভেট কারে থাকা অবস্থায় গাড়ির একটি চাকা খুলে যায়। চাকা খুলে যাওয়ার ঘটনাকে প্রাণনাশের ষড়যন্ত্র উল্লেখ করা হয়েছে জিডিতে। ওসি নূরে আযম মিয়া বলেন, কে বা কারা তাকে কয়েকদিন ধরে ফোনে হুমকি দিয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। অভিযোগ আমলে নেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
