Friday , 24 March 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » বাজারে এলো টোটোলিংক এর নতুন এন ৬০০ আর রাউটার
বাজারে এলো টোটোলিংক এর নতুন এন ৬০০ আর রাউটার

বাজারে এলো টোটোলিংক এর নতুন এন ৬০০ আর রাউটার

আজকের প্রভাত প্রতিবেদক : টোটোলিংক বাজারে নিয়ে এলো উন্নত প্রযুক্তি ও আকর্ষণীয় ফিচার সমৃদ্ধ নতুন এন ৬০০ আরমডেলের রাউটার। ৬০০এমবিপিএস ওয়্যারলেস এন স্পীড সম্পন্ন রাউটারটি দিবে স্ট্যাবল ওয়্যারলেস পারফমেন্স। নতুন এই রাউটারের্টা বোসুইচ দ্বারা অতি সহজেই ওয়াইফাই বুস্ট করা যায়। এতে আরও রয়েছে ইজি সেট-আপ এবং কিউও এসসহ অসাধারণ ব্যান্ডউইথ কন্ট্রোলসিস্টেম।এক্সেস কন্ট্রোলএরজন্য রয়েছে মাল্টিপল ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেম। এছাড়া ও আছে ৪*১০/১০০ এমবিপিএসল্যান পোর্ট ও ১*১০/১০০ এমবিপিএসওয়্যান পোর্ট ইন্টারফেস, ৪*৫ডিবিআই ফিক্সডএ্যান্টিনা, এ্যাডাপ্টরসিকিউরিটিএবংপ্যারেন্টাল কন্ট্রোল। দারূণ সব সুবিধা সমৃদ্ধ রাউটারটিরমূল্য ৩২০০ টাকা। পণ্যটি কিনতে বা যেকোন তথ্য জানতে যোগাযোগ করুন গ্লোবাল ব্র্যান্ড প্রাঃলিঃএর যেকোন শাখায় অথবা ফোন করুন ০১৯৭৭৪৭৬৫৪৬ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*