Friday , 9 June 2023
আপডেট
Home » খেলাধুলা » ২৫ মার্চ থেকে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল শুরু
২৫ মার্চ থেকে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল শুরু

২৫ মার্চ থেকে ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ফুটবল শুরু

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২৫ মার্চ থেকে দেশের আটটি বিভাগীয় শহরে শুরু হতে যাচ্ছে ক্লিয়ার মেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশীপ ফুটবল। ‘দলে-বলে আমরা রেডি, রেডি থেকো তোমরাও’এই স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া নকআউট পর্বের এই টুর্নামেন্টে খেলবে ২৫০ স্কুল শিক্ষার্থী। এই প্রতিযোগিতায় খেলতে হলে অনুর্ধ্ব ১৭ বছর স্কুল পড়ুয়াদের রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশনের জন্য ০৯-৬৬৬-৯৯৯-৬৬৬ নম্বরে যোগাযোগ করতে হবে। বিভাগীয় শহরগুলোতে টুর্নামেন্ট শুরু হবে ২৫ থেকে ৩১ মার্চ রংপুর ও রাজশাহী। ২ থেকে ৮ এপ্রিল খুলনা ও বরিশাল, ১০ থেকে ১৬ এপ্রিল সিলেট ও চট্টগ্রাম এবং ১৮ থেকে ২৪ এপ্রিল ময়মনসিংহ ও ঢাকা। দেশের সেরা সব স্কুলগুলোর মধ্যে হবে লড়াই। ম্যাচ জয়ের ভিত্তিতে সেরা ১৬ স্কুল খেলবে ঢাকার ফাইনাল রাউন্ডে। আয়োজকদের আশা, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রতিভাবান ও দেশ সেরা ফুটবলরারা উঠে আসবে। তারা জানান, প্রতিভাবান ফুটবলার, সুপ্ত অবস্থায় থাকাদের বের করে আনার জন্যই এ উদ্যোগ। টুর্নামেন্টের সেরা ২৬ জন ফুটবলার বাফুফে আয়োজিত বুটক্যাম্পে অংশ নেয়ার সুযোগ পাবে। ইউনিলিভার বাংলাদেশের ব্রান্ড ক্লিয়ার মেন আয়োজিত এ টুর্নামেন্টের সহযোগী হিসেবে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টুর্নামেন্ট সম্পর্কে জানাতে (৮মার্চ) বৃহস্পতিবার রাজধানীর লা মেরেডিয়ান হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর পারসোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার। অনুষ্ঠনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, এখানে আসতে পেরে আমি খুব খুশি। তাদের আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। কারণ এটা তাদের আমাদের ভাবনাটা একই। আমার অফিস এই টুর্নামেন্টের জন্য তাদের সব রকম সহায়তা দেবে। ক্লিয়ার ম্যান এবং ইউনিলিভার আমাদের সঙ্গে ফুটবলের উন্নয়নে আছে এ জন্য আমি কৃতজ্ঞ। আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। ইউনিলিভারের পারসোনাল কেয়ার ডিরেক্টর নাফিস আনোয়ার বলেন, দেশের ৮ টি বিভাগে হবে এই ফুটবলের লড়াই। যেখানে অংশ নেবে দেশের সেরা স্কুলগুলো। ম্যাচ জয়ের ভিত্তিতে সেরা ১৬ স্কুল খেলবে ঢাকার ফাইনাল রাউন্ডে। এই টুর্নামেন্ট থেকে বাছাই করা সেরা নির্বাচিত ২৬ ফুটবলার পাবে বাফুফে আয়োজিত বুটক্যাম্পে অংশ নেয়ার সুযোগ। দেশের ফুটবল এগিয়ে নিতে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে আশা করি। আমরা আশা করি এর মধ্য দিয়ে দেশের ফুটবলের জোয়ার হবে। অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের জন্য ব্যবহৃত সাদা ও কালো জার্সী পরে র‌্যাম্প শো করেন স্কুল শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*