আজকের প্রভাত প্রতিবেদক : (১২ মার্চ) কাঠমানডুতে বিমান দুর্ঘটনার পর রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য নেপালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের জরুরী হটলাইন: +৯৭৭ ৯৮১ ০১০ ০৪০১ ও + ৯৭৭ ৯৮৬ ১৪৬ ৭৪২২- এ বিনামূল্যে কল চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।
বিশেষ এই অফারটি ১৪ মার্চ ২০১৮ রাত ১২ টা পর্যন্ত কার্যকর থাকবে।
রবি পরিবারের পক্ষ থেকে দুঃখজনক ঘটনার জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাবহ পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করছি; এবং আহত যাত্রীদের দ্রুত সুস্থতা কামনা করছি।
