ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ১০টার পর বঙ্গবন্ধুর সমাধিতে তারা পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ, ফাতেহা ও দোয়া মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে এই শ্রদ্ধা ও দোয়া মোনাজাত করা হয়।
এদিকে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টার কিছু আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যেই শিশুদের নিয়ে অনুষ্ঠানের মহড়া সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সফর এবং অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
