Saturday , 10 June 2023
আপডেট
Home » খেলাধুলা » সাকিবদের এক কোটি টাকা পুরস্কার
সাকিবদের এক কোটি টাকা পুরস্কার

সাকিবদের এক কোটি টাকা পুরস্কার

খেলাধুলা ডেস্ক: নিদাহাস ট্রফি টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয়বার শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দারুণ এই অর্জনে তাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা এলো বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।
শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেওয়া দলকে এক কোটি টাকা বোনাস দেওয়া হবে জানান বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান।
ভারতের বিপক্ষে রবিবার ফাইনাল জিতলে আরও বড় আকারের বোনাস দেওয়া হবে জানান বোর্ড প্রধান। কলম্বোতে শনিবার নাজমুল সাংবাদিকদের বলেছেন, ‘আমি মনে করি আমাদের জন্য এটা বড় অর্জন। তাদের জন্য এরই মধ্যে বোনাস ঘোষণা করেছি আমরা।’ তিনি আরও যোগ করেন, ‘খেলোয়াড়দের বলা হয়েছে এটাই শেষ নয়। আমাদের সামনে আরেকটি বড় ম্যাচ। আমরা যদি ভালো খেলি এবং জিতি (পরের ম্যাচ) তাহলে বোনাস আরও বড় হবে।’
বাংলাদেশের ড্রেসিং রুমের কাঁচের দরজা ভাঙার বিষয়টি নিয়ে প্রশ্নের সম্মুখীন হলেন নাজমুল। স্বাগতিক বোর্ড আনুষ্ঠানিকভাবে তাদের কাছে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি, ‘ড্রেসিং রুমের কাঁচের দরজা ভাঙার ব্যাপারে শ্রীলঙ্কা বোর্ড আমাদের প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের ড্রেসিং রুমে আমিও অনেক ভাঙা কাঁচের টুকরো দেখেছি। কিন্তু এটা কীভাবে হলো এবং কে করলো তার বিস্তারিত এখনও জানি না আমরা।’
তিনি আরও বলেন, ‘এমন হওয়ার কারণ আমরা বের করবো। আমি মনে করি আমাদের খেলোয়াড়রা এটা করেছে। এটা একেবারে অগ্রহণযোগ্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*