Sunday , 2 April 2023
আপডেট
Home » খেলাধুলা » জুবেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলে গেট ইন টু রাগবি প্রোগ্রাম অনুষ্ঠিত
জুবেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলে গেট ইন টু রাগবি প্রোগ্রাম অনুষ্ঠিত

জুবেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলে গেট ইন টু রাগবি প্রোগ্রাম অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং জুবেনাইল ইংলিশ মিডিয়াম স্কুল এর সহযোগিতায় “গেট ইন টু রাগবি প্রোগ্রাম” মিরপুর, পল্লবীতে অবস্থিত জুবেনাইল ইংলিশ মিডিয়াম স্কুলে অনুষ্ঠিত হয় ।
দুই শত ছাএ-ছাএী এই রাগবি প্রশিক্ষনে অংশ গ্রহন করে।
ঢাকা শহরে রাগবি খেলাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাগবি ফেডারেশনের একটি পদক্ষেপ মাত্র। লেভেল ওয়ান প্রশিক্ষক নাজমুস সাকিব শোভন এর নেতৃত্বে ৯ জন প্রশিক্ষক এই প্রশিক্ষণ কোর্সটি পরিচলনা করেন।
প্রধান অতিখি হিসাবে স্কুলের চেয়ারম্যান সাইদুর রহমান কোর্সটির উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*