Saturday , 10 June 2023
আপডেট
Home » শিল্প ও বাণিজ্য » ইউসিবির ঋণ অবলোপন ২৭০ কোটি টাকা
ইউসিবির ঋণ অবলোপন ২৭০ কোটি টাকা

ইউসিবির ঋণ অবলোপন ২৭০ কোটি টাকা

আজকের প্রভাত প্রতিবেদক : বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেড ২০১৭ সালে ৭০ কোটি টাকা ঋণ অবলোপন করেছে। এ নিয়ে ব্যাংকটির অবলোপনের স্থিতি ২৭০ কোটি টাকা। বুধবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এ ই আবদুল মুহাইমেন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২০১৭ সালে ইউসিবিএলের কর-পরবর্তী সমন্বিত মুনাফার পরিমাণ ২৭২ কোটি ২৩ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় তিন দশমিক ছয় শতাংশ বেশি। ২০১৭ সালে এককভিত্তিক ব্যাংকের কর-পরবর্তী মুনাফার পরিমাণ ২৪৩ কোটি ৩৯ লাখ টাকা, যা ২০১৬ সালে ছিল ২৬২ কোটি ৮৬ লাখ টাকা।
এছাড়া ২০১৭ সালে ইউসিবির সমন্বিত শেয়ারপ্রতি আয় দুই দশমিক ৫৮ টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২৫ দশমিক ৪৯ টাকা। ২০১৬ সালে সমন্বিত শেয়ারপ্রতি আয় ও সমন্বিত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ছিল যথাক্রমে দুই দশমিক ৪৯ ও ২৪ দশমিক পাঁচ টাকা। ২০১৭ সালের জন্য পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বর্তমান বাজারমূল্যে লভ্যাংশের হার পাঁচ দশমিক ৫২ শতাংশ।
এক প্রশ্নের জবাবে এমডি বলেন, বিদেশি ঋণে বিনিয়োগ রয়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। এসব ঋণে কোনো খেলাপি নেই। সার্বিকভাবে ব্যাংকটির খেলাপি ঋণও কিছুটা কমেছে। তবে লোকসানি শাখা রয়েছে ৯টি, যার সবই নতুন।
অবলোপন হলো যেসব খেলাপি ঋণ পাঁচ বছর পর্যন্ত আদায় করা সম্ভব হয় না, তা ব্যাংকের মূল খাতা থেকে বাদ দেওয়া হয়। এর আগে অবলোপনযোগ্য খেলাপি ঋণের বিপরীতে শতভাগ নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হয়। এছাড়া অর্থঋণ আদালতে একটি মামলা করতে হয়। ২০১৭ সালে ব্যাংকের বার্ষিক অর্জন জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ ই আবদুল মুহাইমেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, আহসান আফজাল, আরিফ কাদরি, মোহাম্মদ মামদুদুর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*