Tuesday , 6 December 2022
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » অপোর নতুন ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
অপোর নতুন ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

অপোর নতুন ফোনে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা

আজকের প্রভাত ডেস্ক : চীনের স্মার্টফোন ব্র্যান্ড অপো বাজারে নতুন সেলফি সমৃদ্ধ ফোন বাজারে ছাড়ছে। ফোনটির মডেল ‘অপো এফ সেভেন’। এটির বিশেষত্ব হলো এটিতে ২৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ৬ জিবি র‌্যাম রয়েছে। থাকছে মিডিয়াটেকের প্রসেসর। দুইটি র‌্যাম ভার্সনে ফোনটি বাজারে পাওয়া যাবে। একটিতে থাকছে ৮ জিবি র‌্যাম। অন্যটি ৬ জিবি র‌্যামের।
এনডিটিভির বরাতে জানা যায়, ফোনটি চলতি মাসের ২৬ মার্চ ভারতের বাজারে ছাড়া হতে পারে ফোনটি। আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় তথ্য।
জানা যায়, এতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)। এর বিউটি রেকগনিশন টেকনোলজি সেলফিকে আরও আকর্ষণীয় করবে। এ আই প্রযুক্তি আধুনিক ভার্সন ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এআই বিউটি ২.০৷
এছাড়াও থেকছে সেন্সর হাই ডায়নামিক রেঞ্জ টেকনোলজি। এছাড়া কভার শট ও এআর (Augmented Reality) স্টিকার৷ শুধু সেলফিই নয়৷ ছবি যাতে আরও ন্যাচারাল দেখায়, তার জন্যও এই ফোনে থাকবে ব্যবস্থা৷
২৫ মেগাপিক্সেল এই বিউটি ফ্রন্ট ক্যামেরা ও সেন্সর এইডিআর টেকনোলজির কারণে সূর্যের আলোয় ও ছায়ায় ছবি তোলা সম্ভব হবে। পিক্সেলের কনট্রাস্ট ও কালার রেঞ্জ এখানে আরও ভালো ও উজ্জ্বল৷ এই ফিচার অপো এফ সেভেন ফোনে ডিফল্ট। এই ফিচারের সাহায্যে স্টিল ফোটোর পাশাপাশি ভিডিও-ও তোলা যাবে৷
ফোনটিতে ফুল এইচডি ৬.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। যার রেজুলেশন ১০৮০ বাৈই ২২৮০ পিক্সেল। যার অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।
অপো এফ সেভেন-এর ফোনে রয়েছে আরও ফিচার৷ মুখ, স্থান ও সেন্সের উপর ভিত্তি করে ছবি তুলতে সক্ষম এই ফোন৷ এছাড়াও রয়েছে একাধিক ট্যাগ ও এডিটিং টুল৷ এর অ্যালবামে ‘মোমেন্টস’ বলে একটি ফিচার থাকছে৷ তার সাহায্যে পুরোনো ছবি খুব সহজে ফের দেখতে পাওয়া যাবে৷
ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*