ক্রীড়া প্রতিবেদক : দি ব্লেজার বিডি বিকেএসপি ৩য় সাউথ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে’র রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছে বাংলাদেশের মো: রুমান সানা ও মো: ইব্রাহিম শেখ রেজোয়ান। রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন বাংলাদেশের নাসরিন আক্তার। (২৬ মার্চ) সোমবার স্বর্ন পদক জয়ের জন্য লড়বেন এই তিরন্দাজরা। রোববার সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত র্যাংকিং রাউন্ডের প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ এককে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের মো. রুমান সানা। ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬৭স্কোর করেছেন তিনি। রিকার্ভ মহিলা এককে ৬২০ স্কোর করে ভারতের হিমানী, কম্পাউন্ড পুরুষ এককে ৬৮৫ স্কোর করে একই দেশের ভেনকাতাদ্রি কুন্দেরু এবং কম্পাউন্ড মহিলা এককে ৬৭২ স্কোরে র্যাংকিংয়ে প্রথম হয়েছেন ইশা কেতান পাওয়ার। ইলিমিনেশন রাউন্ডের প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ এককে ভারতের আকাশ ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে স্বদেশী সুমেদ ভি মোহোদকে হারিয়ে এবং রিকার্ভ মহিলা এককে ভারতের কির্তি ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কার মাধুসিকা সিলভাকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
ইলিমিনেশন রাউন্ডের প্রতিযোগিতায় কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের মো. মিলন মোল্লা ১৪৩-১৪০ স্কোরের ব্যবধানে স্বাদেশী অসীম কুমার দাসকে এবং কম্পাউন্ড মহিলা এককে ভারতের ইশা কেতান পাওয়ার ১৪২-১৪১ স্কোরের ব্যবধানে স্বদেশী ববিতা কুমারীকে হারিয়ে ব্রোঞ্জ পদক জয় করেছেন।
এদিকে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছে বাংলাদেশের মো. রুমান সানা ও মো. ইব্রাহিম শেখ রেজোয়ান। আগামী মঙ্গলবার তারা স্বর্নপদকের লড়াইয়ে পরস্পরের মোকাবেলা করবে। রিকার্ভ মহিলা এককের ফাইনালে স্বর্ন পদক জয়ের লড়াইয়ে বাংলাদেশের নাসরিন আক্তার মুখোমুখি হবেন ভারতের হিমানীর।
এদিন কম্পাউন্ড পুরুষ এককে অল ইন্ডিয়ান প্রতিদ্বন্দ্বিতায় পরস্পরের মোকাবেলা করবেন ভেনকাতাদ্রি কুন্দেরু ও হারস পরসার। কম্পাউন্ড মহিলা এককে বাংলাদেশের সুস্মিতা বনিক স্বর্নপদক জয়ের লড়াইয়ে অবতীর্ন হবেন স্বদেশী রোকসানা আাক্তারের বিপক্ষে।
এর আগে সোমবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে রিকার্ভ পুরুষ ও মহিলা দলীয়, মিশ্র দলীয়, কম্পাউন্ড পুরুষ ও মহিলা দলীয় এবং মিশ্র দলীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
