ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের ফুটবলের পাশে থাকার আশ্বাস দিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিন ফুটবল ফেডারেশন ও অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি Jibril M. M. Alrjoub Hamidah বাফুফে ভবনে, বাংলাদেশ ফুটবল ফেডারেশেনর সভাপতি কাজী সালাহউদ্দিনের সঙ্গে সাক্ষাত করে এই আশ্বাস দেন।
এ সময় তারা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেন। ফিলিস্তিন ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে ছিলেন সফর সঙ্গী Feras K. H. Abuhelal Fatma ও Ihsan O. A. Meqdadi Lulu এবং বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত Yousef S. Y. Ramadan. বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনের সাথে দেশের ফুটবল উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ফুটবলের যে কোন বিষয়ে ফিলিস্তিন ফুটবল ফেডারেশন সর্বদা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাশে থাকবে বলেও এ সময় জানান তারা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল সদস্য ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সহ-সভাপতি তাবিথ আউয়াল, সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
