Wednesday , 22 March 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » শৈল্পিক নকশার মাউস দেশের বাজারে আনলো টেক-রিপাবলিক
শৈল্পিক নকশার মাউস দেশের বাজারে আনলো টেক-রিপাবলিক

শৈল্পিক নকশার মাউস দেশের বাজারে আনলো টেক-রিপাবলিক

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলা নতুন বছরকে বরণ করতে তারহীন প্রযুক্তির বাহারি মাউস দেশের বাজারে এনেছে টেক রিপাবলিক লিমিটেড।
শৈল্পিক নকশার প্রোলিংক পিএমডব্লিউ-৫০০৫ সিরিজের এই মাউসটির রয়েছে ৫টি ভিন্ন মডেল। রঙ ভেদে মডেল নাম- ব্লাস্ট, ক্রিস্টাল ব্লু, কনফেটি, ফিউচারস্টিক ও ক্ষুদ্রাকৃতির ব্লু-টুথে সংযুক্ত মাউসটি ১০ মিটারের মধ্যে দুর্দান্ত কাজ করে। ব্যাটারি সাহেনা। ২ দশমিক ৪ গিগাহার্জ গতির ১৬০০ ডিপিআই ক্ষমতাধর এই মাউসে রয়েছে ঝামেলামুক্ত ব্যবহার ও ক্ষিপ্র-গতির স্ক্রলিং সুবিধা। পোর্ট দেয় ১২ মাসের মতো।
মাত্র আট শত দশ টাকার এই মাউসটিতে রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*