Saturday , 25 March 2023
আপডেট
Home » বিনোদন » সুইটি হয়ে আসছেন আইরিন
সুইটি হয়ে আসছেন আইরিন

সুইটি হয়ে আসছেন আইরিন

বিনোদন ডেস্ক: বড় বাজেটের মিউজিক ভিডিও। গাইছেন কলকাতার শিল্পী আকাশ সেন। একসঙ্গে সুর ও সঙ্গীতায়োজনও করেছেন তিনি। এ গানেই মডেল হয়েছেন ঢাকাই ছবির তরুণ প্রজন্মের নায়িকা আইরিন সুলতানা।
মজার বিষয় হলো মাত্র এক রাতেই কলকাতা থেকে গানটির শুটিং শেষ করে ঢাকা ফিরে এলেন এ নায়িকা। শনিবার সন্ধ্যা ৬ টা৩০ মিনিটে শুরু হয় সুইটির শুটিং শেষ হয় সকাল ৭টায়।
গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা অনন্য মামুন। কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টপাধ্যায়। গানটির কোরিওগ্রাফি করেছেন শিবরাম শর্মা।
গানটিতে মডেল হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা আইরিন বলেন, গানটিতে সিনেমাটিক একটা ব্যাপার রয়েছে। রাতভর গানটির শুটিং করেছি। আশা করি এতে দর্শকরা নতুন এক আইরিনকে দেখতে পাবেন।
গানটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফসল। বড় বাজেটের একটি ভিডিও। মাত্র এক রাতে গানটির শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম। আশা করি ভালো কিছু হবে।
তিনি বলেন, সুইটি গানটি দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়াবে বলে আমার বিশ্বাস। শিগগিরই গানটি রাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*