আজকের প্রভাত প্রতিবেদক : ডি-লিংক মিনি এইচডি ওয়াই-ফাই ক্যামেরা বাজারে নিয়ে এলো। ডি-লিংক মিনি এইচডি ওয়াই-ফাই ক্যামেরা ১২০ ডিগ্রির লেন্সের প্রশস্ত ক্যামেরা যা ঘরের সম্পূর্ণ অংশ দেখাবে। এর সাহায্যে ফুল এইচডি ভিডিও করা যাবে।
এটা অতি সহজেই মোবাইলের সাথে কানেক্ট করা যায়। এতে প্রয়োজন অনুযায়ী জুম করা যায়। সরাসরি ভিডিও রেকর্ড করার ব্যবস্থা আছে । রাতের জন্য রয়েছে ইনফ্রা রেড নাইট ভিশন। যার মাধ্যমে রাতের বেলায়ও সব স্পস্ট দেখা যাবে। অনাকাঙ্খিত যেকোন ঘটনায় তাৎক্ষনিক অ্যালার্ম দিবে। রিমোট কন্ট্রোল সুবিধা থাকার কারণে যেকোন স্থান থেকে মোবাইলের সাহায্যে দেখা যাবে। এটা আপনাকে আপনার বাসা সম্পর্কে নিশ্চিন্ত রাখবে।
ডি-লিংক এর ক্লাউড স্টোরের মাধ্যমে ক্লাউড সুবিধা পাওয়া যাবে। ৩.৬২ ইঞ্চি উচ্চতার মিনি এইচডি ওয়াই-ফাই ক্যামেরা যেকোন স্থানে খুব সহজেই রাখা যাবে।
