ক্রীড়া প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি তিন দিনের ম্যাচে খেলে বুধবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ী তরুণ ক্রিকেটারদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিরপুর ক্রিকেট একাডেমিতে সরাসরি চলে যাওয়া ক্রিকেটারদের ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন যুব দলের সাবেক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে ১৭ রানে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে লাল-সবুজের দল জিতেছে একই ব্যবধানে— সাত উইকেটে।
এর আগে দুটি তিন দিনের ম্যাচ ড্র হলেও বোনাস পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকায় সিরিজ জিতে নেয় বাংলাদেশ।
সিরিজের সব ম্যাচ হয়েছে ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে।
