ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন জাতীয় দলের হয়ে ২১তম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী নৌবাহিনীর তিন কৃতি সাঁতারু।
বৃহস্পতিবার নৌ-সদর দপ্তরে তারা সাক্ষাত করেন। কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী সাঁতারুরা হলেন নাজমা খাতুন, মো. আরিফুল ইসলাম এবং মো. নাহিদ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী নৌ প্রধান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
আগামী ৪ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত হতে চলা কমনওয়েলথ গেমসের ২১তম আসরে নাজমা খাতুন ৫০ মিটার ফ্রি
স্টাইল ও ৫০ মিটার বাটার ফ্লাই সাঁতারে অংশ নেবেন।
তাছাড়া মো. আরিফুল ইসলাম ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং মো। নাহিদ ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে অংশ নেবেন।
আগামী ৩১ মার্চ তারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন।
