Saturday , 1 April 2023
আপডেট
Home » আপডেট নিউজ » রূপালী ব্যাংকে নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল
রূপালী ব্যাংকে নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল

রূপালী ব্যাংকে নিয়োগে লিখিত পরীক্ষা বাতিল

ডেস্ক রিপোর্ট : প্রাকৃতিক দুর্যোগকে কারণ দেখিয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখী ঝড়ের কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৩২৮ টি পদের বিপরীতে চার হাজার চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেন।
মোশাররফ হোসেন খান বলেন, ‘পরীক্ষার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে প্রথমে আধা ঘণ্টা এবং শেষের দিকে আধা ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে শিক্ষার্থীদের সমস্যা হয়েছে। তাই লিখিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’ এর আগে এই পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*