বিনোদন প্রতিবেদক : শুক্রবার রাতে উওরা ভুতের আড্ডা রেস্টুরেন্ট এ শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ডাঃ গোলাম কিবরিইয়া রনি ও মাইমা হক। সে নতুন জীবনে প্রবেশ করছে। তার দাম্পত্য জীবন সুখের হোক। ভালোবাসার রথে চড়ে ভেসে চলুক আজীবন মুক্ত বিহঙ্গের মত। তার শুভদিনে তাকে শুভেচ্ছা জানাই আজকের প্রভাত পরিবার। আজ থেকে দু’জনার পথ চলা শুরুসুখে-দুখে পাশে থেকো জীবনটা পুরু।আজ আর কোন অভিমান নেই। এখন থেকে শুধু ভালোবাসা। উক্ত বিবাহ অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
