Sunday , 2 April 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » বাজারে ছেড়েছে সনির বেস্ট সাউন্ড সিস্টেমের তারবিহীন হেডফোন
বাজারে ছেড়েছে সনির বেস্ট সাউন্ড সিস্টেমের তারবিহীন হেডফোন

বাজারে ছেড়েছে সনির বেস্ট সাউন্ড সিস্টেমের তারবিহীন হেডফোন

আজকের প্রভাত ডেস্ক : জাপানি জনপ্রিয় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি সম্প্রতি বাজারে ছেড়েছে তাদের তারবিহীন হেডফোন এমডিআর-১০০০এক্স এর আপডেট ভার্সন। এটির মডেল ডব্লিউএইচ-১০০০এক্সএম টু।
এই হেডফোনটির চমৎকার ব্যাটারি লাইফ ও অ্যাপের মাধ্যমেই সহজেই অডিও কন্ট্রোল করার কারণেই অনেক জনপ্রিয় হয়।
হেডফোনটি একবার চার্জ দিলে একটানা ৩০ ঘন্টা গান শোনা যাবে। এছাড়াও রয়েছে কুইক চার্জ সুবিধা। মাত্র ১০ মিনিট চার্জ দিলেই এক ঘন্টা গান শোনা যাবে।
নতুন এই এডিশন নিয়ে সনির ভাষ্য, বেস্ট কম্বিনেশন দিয়ে তৈরি হয়েছে হেডফোনটি। যা দিয়ে একজন শ্রোতা নিখুত ভাবে গান শুনতে পারবে। আছে নয়েজ ক্যান্সেলেশনের সুবিধা।
এছাড়ও হেডফোনটির ডান পাশেই রয়েছে টাচ সেনসেটিভ কন্টোল প্যাড। যা দিয়ে খুব সহজেই স্পর্শ করে কন্ট্রোল করতে পারবেন মিউজিক সিস্টেম এবং সম্ভবত, সবথেকে ভাল ও আরামদায়ক হবে এই হেডফোনটির ব্যবহার বলেও আশা প্রকাশ করেছে সনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*