Saturday , 25 March 2023
আপডেট
Home » তথ্য ও প্রযুক্তি » দারাজ বৈশাখী মেলায় আকর্ষণীয় অফার দিচ্ছে
দারাজ বৈশাখী মেলায় আকর্ষণীয় অফার দিচ্ছে

দারাজ বৈশাখী মেলায় আকর্ষণীয় অফার দিচ্ছে

আজকের প্রভাত প্রতিবেদক : নানারকম অফার আর ডিল নিয়ে তৃতীয়বারের মত আবারও শুরু হয়ে গেল দারাজবিডির ‘দারাজ বৈশাখী মেলা’। ৩০ মার্চ থেকে শুরু হওয়া এ অনলাইন বৈশাখী মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এ সময়ে আগ্রহী ক্রেতারা মেলা থেকে সেরা পণ্যগুলো কিনতে পারবেন ৭৭% ছাড়ে।
দারাজ বৈশাখী মেলায় থাকছে স্পেশাল ফ্ল্যাশ সেল। ক্যাম্পেইন জুড়ে থাকছে ১১টি ফ্ল্যাশ সেল। থাকছে বিশেষ দিনে ফ্রি-ডেলিভারি। এছাড়াও দারাজের বিভিন্ন ক্যাটেগরির ওপর স্পেশাল ফ্ল্যাশ সেল থাকছে ১১ এপ্রিল আর ১৪ এপ্রিল দুপুর ৩ টা থেকে রাত ১২ টায়।
দারাজ বৈশাখী মেলায় থাকছে ছয় রকমের ‘আই লাভ ভাউচার’। যেখানে থাকছে ৩৭৫ টাকা, ৮০০ টাকা, ১৭০০ টাকা, ২৭০০টাকা, ৩৮০০ টাকা আর ৫০০০ টাকার আকর্ষণীয় ভাউচার কোড।
ক্যাম্পেইন চলাকালীন ৩০ মার্চ আনলক হয়েছে টিভি, অডিও, ক্যামেরা ক্যাটেগরি, ৩১ মার্চ খুলেছে ছেলেদের ও মেয়েদের ফ্যাশন, বিউটি এন্ড হেলথ, বেবি কিডস ও খেলনা এবং বই-ষ্টেশনারী ক্যাটেগরি, ১ এপ্রিল উন্মুক্ত হয়েছে কম্পিউটিং, হোম এন্ড লিভিং, ট্রাভেল, অটো মোবাইলস, স্পোর্টস ক্যাটেগরি, ২ এপ্রিল আনলক হয়েছে মোবাইল ক্যাটাগরি এবং সর্বশেষ ৫ এপ্রিল শপিং এর জন্য উন্মুক্ত হবে গ্রোসারি ক্যাটেগরি।
ক্রেতাদের গ্রাহক সন্তুষ্টি আরও দ্বিগুন করতে বিকাশের ২০% ক্যাশবাক (সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত) পাওয়া যাচ্ছে এই ক্যাম্পেইনে। এছাড়া লঙ্কা বাংলার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টের ক্ষেত্রে থাকছে ১৫% ক্যাশবাক (সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত)।
দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্রেতাদের দারাজ ওয়েবসাইট ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে বলেন, আমাদের এই বিশেষ অফারগুলো উপভোগ করতে হলে দেরি না করে ভিজিট করতে হবে দারাজ(daraz.com.bd)। কারণ পণ্যের সীমিত স্টক থাকায় ফুরিয়ে যাওয়ার আগেই লুফে নিন আপনার পছন্দের পণ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*