আগামীকাল থেকে শুরু বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) ব্যবস্থাপনায় ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ওয়ালটন বিশেষ শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব-২০১৮। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা মঙ্গলবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত জানানোর জন্য রোববার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তার। এটিএন বাংলার উপদেষ্টা চেয়ারম্যান কর্নেল (অবঃ) মীর মোহাম্মদ মোতাহার হাসানসহ অন্যান্যরা। এবারের এই প্রতিযোগিতায় ২৬টি প্রতিবন্ধী সংস্থা ও সংগঠনের প্রায় তিন’শ বিশেষ শিশু-কিশোর অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *