২৫ বছরের ওয়ারেন্টি নিয়ে বাজারে এলো ডি-লিংক কপার ক্যাবল

আজকের প্রভাত প্রতিবেদক : বাংলাদেশের বাজারে ডি-লিংক নিয়ে এলো অরিজিনাল ইউটিপি নেটওয়ার্ক ক্যাবল । যা বাজারে প্রচলিত অন্যসব কেবলের চেয়ে গুণগত মান সম্পন্ন। কপার ক্যাবলের জন্য রয়েছে ২৫ বছরের ওয়ারেন্টি এবং ফাইবার অপটিক্যাল ক্যাবলের জন্য রয়েছে ১৫ বছরের ওয়ারেন্টি । ওয়্যারেন্টির সময়কালে পণ্যগুলির বৈদ্যুতিক কার্যকারিতা ইন্ডাস্ট্রিয়াল মানের উপর নির্ভর করে করা হয়েছে।
নেটওয়ার্ক ক্যাবল বাসা, অফিস, ক্যাম্পাস বা অন্যান্য স্থানে নেটওয়ার্ক স্থাপনের জন্য দরকারি। ডি- লিংক উচ্চ মানসম্পন্ন ইউটিপি নেটওয়ার্ক ক্যাবল নিয়ে এসেছে যা টিআইএ/ইআইএ এর স্ট্যান্ডার্ড মেনে তৈরী করা হয়েছে। অত্যাধুনিক কপার ক্যাবলগুলো ক্যাট ৭ এসএফটিপি, কার ৬ ইউটিপি, ক্যাট ৫ ই ইউটিপি, ক্যাট ৬ এ ইউটিপি, ক্যাট 6 এসএফপিপি, ক্যাট ৫ এস এসএফপি ইত্যাদি ।
অত্যাধুনিক এই ইউটিপি নেটওয়ার্ক কেবল অগ্নি প্রতিরোধক হওয়ায় সাধারণত দুর্ঘটনার আশংকামুক্ত থাকবে। ডি-লিংকের জেনুইন কপার ক্যাবলের দাম পড়বে মাত্র সাড়ে ১১ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *