Friday , 15 February 2019
আপডেট
Home » আপডেট নিউজ » ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% ছাড়
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% ছাড়

ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে এক্সনহোস্টে চলছে ৭০% ছাড়

আজকের প্রভাত প্রতিবেদক : ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ভার্চুয়াল বিশ্বজুড়ে চলছে ছাড়ের উৎসব। ব্ল্যাক ফ্রাইডে হলো বিশ্বের শপিং দুনিয়ার বহুল প্রতীক্ষিত মেগা সেল, যা পশ্চিমা বিশ্বে থ্যাঙ্কস গিভিং ডে -এর পরের দিন ব্ল্যাক ফ্রাইডে হিসাবে পরিচিত। এই দিন সকল ব্যবসায়ীরা অবিশ্বাস্য মূল্যছাড়ে রকমারী পণ্য বিক্রয় করে থাকেন।
এই ছাড়ের সুযোগ দিতে পিছিয়ে নেই বাংলাদেশের উদ্যোক্তারাও। ওয়েব হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান এক্সনহোস্ট এ উপলক্ষে তাদের সকল হেস্টিং সার্ভিসে দিচ্ছে ২০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।
এস এস ডি শেয়ার্ড হোস্টিং এর এই প্যাকেজটির সাথে গ্রাহকরা বিনামূল্যে ফ্রি এস এস এল, সাইট ট্রান্সফার, অটো ইনস্টলার, ইনস্ট্যান্ট সেটআপ পাবেন।
১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
এক্সনহোস্টের ওয়েবসাইট থেকে (https://www.exonhost.com/blackfriday) থেকে খুব সহজেই কুপন কোড (BFCM70OFF) ব্যবহার করে ছাড়ের সুবিধা পাওয়া যাবে।
বর্তমানে বিশ্বের প্রায় ৭০ দেশে ডোমেইন হোস্টিং সেবা প্রদান করছে এক্সনহোস্ট । এরই মধ্যে বিশ্বের বিভিন্ন কোম্পানির সাথে পার্টনারশিপ গড়েছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।
ব্যক্তিগত ওয়েবসাইট থেকে শুরু করে কর্পোরেট ওয়েবসাইটের জন্য ডোমেইন, ওয়েব হোস্টিং, ভার্চুয়াল সার্ভার, ডেডিকেটেড সার্ভার ও ক্লাস্টার সার্ভার সলিউশন দিচ্ছে এক্সনহোস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*