ডেস্ক রিপোর্ট: সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সারা দেশে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু পরিস্থিতি। এটা উদ্বেগজনক। এ অবস্থায় দ্রুত মশকনিধন কার্যক্রম চালানোর নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের তথ্যমতে, মশক নিধনের ওষুধ অকার্যকর বিধায় জরুরি ভিত্তিতে পাশের দেশ থেকে হলেও ওষুধ সংগ্রহের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে।’
তিনি বলেন, দুই সিটি করপোরেশনের মেয়রকে জনসচেতনতা বাড়াতে মিডিয়াসহ সবার সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসময় গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত হচ্ছে কিনা, তা গভীর ভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এছাড়াও ঈদের ১ সপ্তাহ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের জন্য মনিটরিং টিমকে কার্যকরি ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের