Wednesday , 22 March 2023
আপডেট
Home » জাতীয় » সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতির পরিমাণ ১৩ কোটি ৩৩ লক্ষ টাকা
সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতির পরিমাণ ১৩ কোটি ৩৩ লক্ষ টাকা

সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতির পরিমাণ ১৩ কোটি ৩৩ লক্ষ টাকা

এস,এম খুররম আজাদ, জামালপুর (সরিষাবাড়ি) প্রতিনিধি ঃ জামালপুরের সরিষাবাড়ীতে সাম্প্রতিক বন্যার মহাতাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে পৌরসভাসহ উপজেলার সকল ইউনিয়নের ফসলি জমি। জানা যায়, সরিষাবাড়ী উপজেলার দায়িত্বরত কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন সাম্প্রতিক বন্যায় সরিষাবাড়ী উপজেলার নিমজ্জিত ফসলের ক্ষয়ক্ষতির চূড়ান্ত প্রতিবেদন তুলে ধরার পর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলগুলোর মধ্যে রোপা আমন বীজতলা, পাট, শাকসব্জী ও আউশের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী সরিষাবাড়ী উপজেলার মোট ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১ হাজার ৩২ (হেঃ) এবং ক্ষতিগ্রস্ত ফসলের মূল্য প্রায় ১৩ কোটি ৩৩ লক্ষ টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৭ হাজার ৩ শ ২০ জন বলে প্রতিবেদনে উঠে আসে। উক্ত প্রতিবেদনটি উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জামালপুর ও সরিষাবাড়ী উপজেলার নির্বাহী অফিসারের জ্ঞাতার্থে আছেন বলে জানান উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*