Wednesday , 22 March 2023
আপডেট
Home » জাতীয় » কাদের-রওশনের বিভেদ চাইলে ছাড় নয় : রাঙ্গা
কাদের-রওশনের বিভেদ চাইলে ছাড় নয় : রাঙ্গা

কাদের-রওশনের বিভেদ চাইলে ছাড় নয় : রাঙ্গা

ডেস্ক রিপোর্ট: যারা জিএম কাদের ও বেগম রওশন এরশাদের মাঝে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা মিলনায়তনে বৃহস্পতিবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টি অনেক বড় একটি দল। আগামী নির্বাচনে প্রমাণ হবে জাতীয় পার্টি দেশের মানুষের আস্থা ও ভালোবাসার দল।’
তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেলের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্ম কাদের। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু।
স্মরণসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ধর্মবিষয়ক উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*