Sunday , 2 April 2023
আপডেট
Home » জাতীয় » বঙ্গবন্ধুর সমাধিতে আসতে পেরে আমি গর্ববোধ করছি: মার্কিন রাষ্ট্রদূত
বঙ্গবন্ধুর সমাধিতে আসতে পেরে আমি গর্ববোধ করছি: মার্কিন রাষ্ট্রদূত
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন মার্কিন রাষ্ট্রদূত মিলার ও তার স্ত্রী মিশেল

বঙ্গবন্ধুর সমাধিতে আসতে পেরে আমি গর্ববোধ করছি: মার্কিন রাষ্ট্রদূত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সমাধিসৌধ বেদীতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান। পরে মার্কিন রাষ্ট্রদূত বেদীর সামনে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে রবার্ট মিলার বঙ্গবন্ধুর সমাধিসৌধের ভেতরে যান এবং বঙ্গবন্ধু ও তার বাবা-মার কবর পরিদর্শন করেন।
এ সময় সাংবাদিকদের কাছে তার অনুভূতি ব্যক্ত করে মিলার বলেন, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আসতে পেরে আমি গর্ববোধ করছি। বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা। তিনি অতিসাধারণ জীবনযাপন করতেন এবং মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
আগামী বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করা হবে বলেও তিনি শুনেছেন, জানান এ মার্কিন রাষ্ট্রদূত।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের স্ত্রী মিশেল অ্যাডেলম্যান, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌরমেয়র শেখ আহম্মদ হোসেন মীর্জা, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ইলিয়াস হোসেন সরদার, শেখ টুটুলসহ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
পরে মার্কিন রাষ্ট্রদূত বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*