Wednesday , 22 March 2023
আপডেট
Home » আন্তর্জাতিক » নওয়াজকে দেখতে গিয়ে মরিয়ম গ্রেফতার
নওয়াজকে দেখতে গিয়ে মরিয়ম গ্রেফতার
মরিয়ম নওয়াজ

নওয়াজকে দেখতে গিয়ে মরিয়ম গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:পাকিস্তানের পিএমএল-এন ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাকে আটক করে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।
এনএবি সূত্র জানায়, চৌধুরী সুগার মিলসের (সিএসএম) সঙ্গে সংযোগ থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে জাতীয় জবাবাদিহি ব্যুরোর প্রধান কার্যালয়ে আছেন। গ্রেফতারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।
এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান জানান, আগামীকাল সকালে তাকে জাতীয় জবাবদিহি আদালতে উপস্থিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*