Saturday , 1 April 2023
আপডেট
Home » অনলাইন » জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে মাঠে আছে: জিএম কাদের
জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে মাঠে আছে: জিএম কাদের
জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের

জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে মাঠে আছে: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি কার্যকর বিরোধী দল হিসেবে রাজনীতির মাঠে আছে। আমরা সরকারের চোখে আঙ্গুল দিয়ে তাদের ভুল-ক্রুটি ধরিয়ে দেবো। দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতি করবো।
সোমবার পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সাত্তার পোদ্দার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জি এম কাদের আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা বিরাজ করছে। জনসাধারণের দাবি ও ভাষা বোঝে এমন একটি রাজনৈতিক শক্তি খুঁজছে সাধারণ মানুষ। ঐক্যবদ্ধ জাতীয় পার্টি আরও শক্তিশালী হয়ে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করবে।
তিনি বলেন, আগামী দিনে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পারলেই জাতীয় পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*